দেশজুড়ে

রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার : মেয়র নাছির

রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আ জ ম নাছির উদ্দিন বলেছেন, পদপদবির জন্য ব্যস্ত হয়ে নেতাদের পেছনে ঘোরাঘুরি না করে জনকল্যাণে রাজনীতি করলে সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Advertisement

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম শাহাবুদ্দিন আহমদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।

মেয়র নাছির আরও বলেন, মরহুম শাহাবুদ্দিন আহমদ জনবান্ধব নেতৃত্বে ছিলেন আজকের স্মরণসভা তা-ই প্রমাণ করে। ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতি করার মানষিকতা দরকার।

আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের রায় নিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।

Advertisement

সোমবার কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠে অ্যাডভোকেট শাহাবুদ্দিনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মজিবুর রহমান, কক্সবাজার-রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।

সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হক জিকু ও দফতর সম্পাদক মো. মহিদুল্লাহর পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, অ্যাডভোকেট তাপস রক্ষিত, আমিনুর রশিদ দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুমের ছেলে মাহমুদুল করিম মাদু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বলকর, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক তানিম মোরশেদ, অ্যাডভোকেট একরামুল হুদা, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্র নেতা নুরশাদ মাহমুদ, শহর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন প্রমুখ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, রেজাউল করিম, অ্যাডভোকেট বদিউল আলম, হেলাল উদ্দিন কবির, যুব মহিলা লীগ নেত্রী তাহামিনা চৌধুরী লুনা, কমিশনার সালাউদ্দিন সেতু, সোহেল জাহান চৌধুরী, টিপু সুলতান চেয়ারম্যান, ওয়াজ করিম বাবুল চেয়ারম্যান, রফিক আহমদ চেয়ারম্যান, সদর আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, আব্দুল কাদের, বদিউল আলম আমির, আতাউস সামাত টিটু, কুদরত উল্লাাহ সিকদার, লুৎফুর রহমান আজাদ, সিরাজুল মোস্তফা আলাল শরিফুল ইসলাম, সরওয়ার আলম চৌধুরী, মোজাহের আহমদ, নাছির উদ্দিন, আবদুল মালেক, মুজিবুর রহমান, বেলাল, হেলাল উদ্দিন মেম্বার, সেলিম মোরশেদ ফরাজী, রশিদ মিয়া, তারেক আজিজ, এহেছানুল হক, শাহাজাহান মনির, শহর যুবলীগ নেতা আসাদ উল্লাহ, ডালিম বড়য়া, ইমরান, সদর যুবলীগ নেতা ইফতেকার উদ্দিন পুতু, মিজান উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা জাহেদ ইকবাল রুবেল, রওফ নেওয়াজ ভুট্টু, সোহাগ, ফিরোজ উদ্দিন খোকা, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা কাজী রাসেল, শহর জাসদ নেতা নুর আহমদ সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে স্মরণ সভায় উপস্থিত ছিলেন। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু তাহের।

সায়ীদ আলমগীর/বিএ

Advertisement