কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় ঢাকাগামী মহানগর গৌধুলীর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে আবারো সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শশীদল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাত সোয়া ১১টায় সেল ফোনে জাগো নিউজকে জানান, ‘শশীদল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে, এতে মহানগর গোধূলীর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরই মধ্যে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে তিনি জানান।’তিনি আরো জানান, ‘প্রয়োজনে লাকসাম থেকে আরো একটি রিলিফ ট্রেন আনা হতে পারে।’ তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ তিনি জানাতে পারেননি।এদিকে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনাস্থল থেকে সেল ফোনে জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ যাত্রীদের নিরাপত্তায় ঘটনাস্থল এলাকা ঘিরে রেখেছে।রাত সাড়ে ১১টায় পর্যন্ত রিলফ ট্রেন ঘটনাস্থলে না আসায় উদ্ধার কাজ শুরু হয়নি বলেও ওসি জানিয়েছেন।এর আগে সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।## ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক## সীতাকুণ্ডে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১ : যোগাযোগ বিচ্ছিন্ন## ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন## রেল লাইনের উপর বিকল পড়েছিল কাভার্ড ভ্যানটিকামাল উদ্দিন/বিএ
Advertisement