ঘূর্ণিঝড় গনি এবার জাপানে আঘাত হেনেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তের প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ের আঘাতে ৫৫ জন আহত হয়েছে। এর আগে ঘুর্ণিঝড়টি ফিলিপাইনে আঘাত হানে।খবর রয়টার্স।
Advertisement
খবরে বলা হয়, গণির আঘাতে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় প্রদেশের প্রায় তিন লাখ ৭৮ হাজার ছয়শ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে দুইশ ২১ টি স্থানীয় ও আন্তজার্তিক বিমান ফ্লাইট।
জাপানের আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় টোকিওয় সাংবাদিকদের জানান, সোমবার বিকালের দিকে ঘূর্ণিঝড় গনি প্রদেশে প্রথম দফা আঘাত হানে। পরে মঙ্গলবার সকাল ৬ টার দিকেকুমামাতো প্রদেশে আঘাতের পর ওই অঞ্চলের বিদ্যুৎ ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। বিকেল ৩ টায় কিশু স্টেশন থেকে ছেড়ে আসা জাপানের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন শিনকানসেন যাত্রা স্থগিত করে।
কর্মকর্তারা আরো বলেন, আমরা ইতোমধ্যে ফুকোওয়াকা, সাগা, ওতা, কাগুশিমা, ওসাকা, টকুশিমা, ইমাগুচি ও হিরোশিমা প্রদেশে সর্তকর্তা অবস্থা জারি করেছি। ফুকোওয়াকা প্রদেশের ৮৪ হাজার পরিবারকে তাদের নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলেছে স্থানীয় সিটি কর্পারেশন।
Advertisement
ওদিকে, জাপানের বাণিজ্যিক শহর ওসাকাতে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় গনি আঘাত হানে। রাস্তায় যানচলাচল অস্বাভাবিক ভাবে কমে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরটিতে ব্যপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
এএইচ