এলিমিনেটর-১'র ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংস। ঢাকার বিপক্ষে প্রথম পর্বের দ্বিতীয় সাক্ষাতেও আগে ব্যাটিং করেছিল চিটাগং।
Advertisement
রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া লিগের সে দুই ম্যাচেই জয়ী দলের নাম ছিলো চিটাগং। প্রথম ম্যাচে ৩ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে ১১ রানে জিতেছিল মুশফিকুর রহীমের দল।
সে স্মৃতি ভুলে নতুন দিন নতুন শুরুর আশায় থাকবে ঢাকা। অন্যদিকে ঢাকাকে টানা তৃতীয় ম্যাচে হারিয়ে কোয়ালিফায়ারের টিকিট পাওয়ার লক্ষ্যই থাকবে চিটাগংয়ের।
চিটাগং ভাইকিংস একাদশ: মুশফিকুর রহীম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম, রবি ফ্রাইলিংক, হার্ডুস ভিলজোয়েন, ক্যামেরন ডেলপোর্ট এবং দাসুন শানাকা। ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, কাজী অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিন এবং উপুল থারাঙ্গা।
Advertisement
এসএএস/এমকেএইচ