একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাতক্ষীরা জেলার জামায়াতের আমির আব্দুল খালেক মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদেস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেইসঙ্গে খালেক মন্ডলকে যে মামলায় (সাতক্ষীরা থানা) ট্রাইব্যুনালে আনা হয়েছে তার নথিপত্র আগামী ৮ অক্টোবর জমা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।এ মামলার সকল নথিপত্র পেতে সময় লাগবে জানিয়ে আদালতের কাছে সময় আবেদন করেন প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। পরে আদালত এই সময় আবেদন মঞ্জুর করেন।এ বিষয়ে প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন বলেন, সাতক্ষীরা এলাকায় জামায়াতের আমির আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর একটিতে একাত্তরে মোস্তফা গাজী নামে একজনকে হত্যার অভিযোগ রয়েছে। সাতক্ষীরা থানায় মোস্তফা গাজীর ছেলে ওই মামলাটি দায়ের করেছেন।জামায়াতের আমির আব্দুল খালেক মন্ডল অন্য ৩টি মামলায় আটক আছেন। এখন পর্যন্ত এই আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যাসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।এফএইচ/এসকেডি
Advertisement