প্রবাস

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র না থাকায় তিন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালয়েশিয়ার মেরিন পুলিশ ফোর্স (পিপিএম) তাদের আটক করে। তারা পোর্টক্ল্যাং পাবলিক জেটিতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

Advertisement

আটক তিন বাংলাদেশির বয়স আনুমানিক ৩৬ থেকে ৪৫ বছর। প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের নাম জানা যায়নি।

জিজ্ঞাসাবাদের জন্য আটকদের পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন সদর দফতরে নিয়ে যাওয়া হয়। পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট খায়রুদ্দীন জামাল জানান, আটকরা তাদের সহকর্মীর সঙ্গে দেখা করতে জেটিতে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে চেনেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো বৈধ ভ্রমণ নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়।’

আটকদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯/৬৩ এর ধারা ৬ (১)(গ) এর অধীনে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

এসআর/এমকেএইচ