খেলাধুলা

দেশে ফিরছেন শাহজাদ, মাঠে ফিরছেন ফ্রাইলিংক

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে প্রায় একাই হারিয়ে দিয়েছিলেন চিটাগং ভাইকিংসের পেস বোলিং অলরাউন্ডার রবি ফ্রাইলিংক। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও শেষদিকে নেমে ফিনিশারের কাজটি করেছিলেন তিনি।

Advertisement

শুরুর এ চমক তিনি ধরে রেখেছেন পরবর্তী ম্যাচগুলোতে। একা হাতে অন্তত ৪টি ম্যাচ জিতিয়েছেন মুশফিকুর রহীমের দলকে। কিন্তু ইনজুরির কারণে তাকে সব ম্যাচে খেলাতে পারেনি চিটাগং। তবু মাত্র ৭ ম্যাচ খেলেই ১২ উইকেট ও ১১৩ রান নিয়ে দলের অন্যতম সেরা পারফর্মার তিনি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম পর্বের পাঁচটি ম্যাচেই খেলা হয়নি ফ্রাইলিংকের। খেলেননি চিটাগংয়ের শেষ চার ম্যাচের একটিতেও। তবে প্রায় ১০ দিন পর আজ মাঠে ফিরছেন ফ্রাইলিংক। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে তাকে নিয়ে খেলতে নামবে চিটাগং ভাইকিংস।

ঢাকার বিপক্ষে রাউন্ড রবিন লিগের ১টি ম্যাচ খেলতে পেরেছেন ফ্রাইলিংক। সে ম্যাচে ব্যাট হাতে মাত্র ১০ বলে ২৫ রানের ক্যামিও এবং বল হাতে মাত্র ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। ঢাকার বিপক্ষে আবারও এমন পারফরম্যান্স দেখাবেন ফ্রাইলিংক এমনটাই আশা করছে চিটাগং ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

তবে ফাইলিংক ফিরলেও আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদকে হারাচ্ছে চিটাগং ভাইকিংস। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জরুরী তলবে দেশে ফিরছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। তাকে প্রথম পর্বের শেষ ম্যাচেও পায়নি চিটাগং। শাহজাদের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ভার্ডুস ভিলজোয়েনকেই খেলাবে দলটি।

এসএএস/এমকেএইচ