নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের কাছে ফুটবল উন্নয়নে ৫ বছরের পরিকল্পনা উপস্থাপন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
Advertisement
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বসবেন বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা। সেই সঙ্গে বাফুফের অন্যতম স্টেকহোল্ডার জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতিগণও থাকবেন এ আলোচনায়।
মঙ্গলবার মন্ত্রীর কাছে ৫ বছরের যে পরিকল্পনা উপস্থাপন করবে বাফুফে, তা চূড়ান্ত করতে রবিবার জরুরী সভায় বসেছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা।
কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে জরুরী সভায় ২১ সদস্যের নির্বাহী কমিটির ১৩ জন উপস্থিত ছিলেন।
Advertisement
সভা শেষে বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এই একটা এজেন্ডা নিয়েই জরুরী সভা করেছি। আরো কোনো বিষয়ে আলোচনা হয়নি। আমরা মন্ত্রীর কাছে যে প্রস্তাবনা নিয়ে যাচ্ছি সেগুলোই নিজেরা আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে এ সভায়।’
আরআই/এমএমআর/জেআইএম