প্রবাস

আমিরাতে হঠাৎ বৃষ্টি, দুবাই ‘গ্লোবাল ভিলেজ’ বন্ধ

সংযুক্ত আরব আমিরাতের ৭টি প্রদেশে আজ সকাল থেকে কুয়াশা, ধুলোর ঝড় ও হালকা বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী আবুধাবিতে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এখনো হালকা বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দুবাই গ্লোবাল ভিলেজ বন্ধ রাখা হয়েছে।

Advertisement

যথারীতি সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় গ্লোবাল ভিলেজের প্রধান ফটক খুলে দেয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সোমবার `মহিলা ও পরিবার’ গ্লোবাল ভিলেজ পরিদর্শন করবেন।

আমিরাতে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে হালকা বৃষ্টি হয়ে থাকে। স্থানীয় লোকজন এই মাসের অপেক্ষায় থাকেন। একটু বৃষ্টিপাতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদে মসজিদে দোয়া করতেও দেখা যায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিরাতের স্থানীয় সময় রাত সাড়ে ৭টায়ও হালকা বাতাস বইয়ে যাচ্ছে। চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেছে দেশটির আবহাওয়া অফিস।

Advertisement

এমআরএম/জেআইএম