দেশজুড়ে

নীলফামারীতে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নীলফামারীর জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক সামিউল ইসলাম তাদের জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটকরা হলেন, ইউনূস আলী, সহিদুল হক, আব্দুল ওয়াহাব, একরামুল হক, তাজম, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, বাদশা মিয়া, হামিদুুল ইসলাম, নিজাম উদ্দিন, আলাই মামুদ, হাফিজুল ইসলাম, আব্দুল  খালেক ও সহিদ। আসামিরা সকলেই বিএনপি-জামায়াতের জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের নেতাকর্মী।আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়। ওই দিন রাতেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামচরণ রায়ের বাড়িতে হামলা চালায়। এসময় তার ছেলে নারায়ন চন্দ্র রায়কে গুরুত্বর আহত করে এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ ব্যপাক নাশকতা চালায়। আর এ ঘটনায় নারায়ন চন্দ্র রায় বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন। নীলফামারী আদালতের (সদর জিআরও) মো. শাহারুল ইসলাম জাগো নিউজকে জানান, মামলা দায়ের পর থেকে আসামিরা সকলে পলাতক রয়েছে। দুপুরে মামলার ১৪ জন আসামি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক সামিউল ইসলাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠোনোর আদেশ দেন। জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি

Advertisement