সারাদেশের রেললাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ভারতের সাথে বন্ধ ‘কানেকটিভিটি’ পুনরায় চালু করা হবে।
Advertisement
আজ (রোববার) রেলভবনে বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে এডিবির অর্থায়নে যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয় এ সাক্ষাতে। বিশেষ করে দোহাজারী-কক্সবাজার-রামু প্রকল্প, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প, এডিবির অর্থায়নে মিটারগেজ ও ব্রডগেজ কোচ ক্রয় প্রকল্প।
মন্ত্রী বলেন, বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহী বলে মন্ত্রী এ সময় উল্লেখ করেন। এ লাইনটি নির্মিত হলে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করা যাবে।
Advertisement
মনমোহন পারকাশেপঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন নির্মানের বিষয়ে এডিবির আগ্রহের কথা মন্ত্রীকে জানান। এ ছাড়া ঈশ্বরদী এবং ধীরাধ্রমে আইসিডি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম উপস্থিত ছিলেন।
এমইউএইচ/এনএফ/এমএস
Advertisement