লাইফস্টাইল

গুড়ের পানতোয়া তৈরি করবেন যেভাবে

শেষ পাতে একটুখানি মিষ্টি না খেলে বাঙালির ভোজন যেন ঠিক জমে না। আবার অতিথি আপ্যায়ন, ঘরোয়া আড্ডায়ও মিষ্টি থাকা চাই। কেউ কেউ পছন্দ করেন বলে ঘরেই মিষ্টি তৈরি করে খান। এটি স্বাস্থ্যকরও। তাই বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু সব মিষ্টি। আজ চলুন জেনে নিন গুড়ের পানতোয়া তৈরির রেসিপি-

Advertisement

আরও পড়ুন: ঘরেই তৈরি করুন মিষ্টি দই

উপকরণ: ছানা ২ কাপ ময়দা আধা কাপমাওয়া দেড় কাপগুড় ১ টেবিল চামচএলাচ গুঁড়া সামান্যঘি সোয়া ৩ টেবিল চামচখাবার সোডা আদা চা চামচতেল ভাজার জন্য।

প্রণালি: ছানা গ্রেট করে নিন। অন্য পাত্রে ঘি, ময়দা, সোডা, গুড়, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এবার ছানার সঙ্গে মেখে গোল্লা বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে সঙ্গে সঙ্গে সিরায় ডুবিয়ে দিন। এভাবে কয়েক ঘণ্টা রাখুন।

Advertisement

আরও পড়ুন: স্পঞ্জ রসগোল্লা তৈরির সহজ উপায়

সিরা: পানি ৪ কাপ, গুড় ২ কাপ। একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করে নিন।

এইচএন/জেআইএম

Advertisement