ক্যাম্পাস

রাবির রুমকি পেল বিভাগ, সামির লাখ টাকার চেক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে ভর্তি হওয়া আলোচিত রাজিয়া সুলতানা রুমকি সুযোগ পাচ্ছে বাংলা বিভাগে ভর্তি হওয়ার। রুমকিকে বাংলা বিভাগে ভর্তির সুযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।

Advertisement

আগের সংবাদটি পড়ুন : সামির এবার দু’পায়েই দাঁড়াবে

এছাড়া অপর শিক্ষার্থী সামির উদ্দিনের হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন রাজশাহী -৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন আয়েন। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলায় রুমকি ও সামির উদ্দিনের উপস্থিতিতে সহযোগিতা করা হয়।

আগের সংবাদটি পড়ুন : ৯৫ হাজার টাকা হলেই দু’পায়ে দাঁড়াবে সামির

Advertisement

এর আগে শারীরিক প্রতিবন্ধী রাজিয়া সুলতানা রুমকির তিনতলায় আরবী বিভাগে ক্লাস করা কষ্ট সাধ্য হয়ে লেখাপড়া থেমে যাওয়ার উপক্রম হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এছাড়া আইন বিভাগের শিক্ষার্থী সামির উদ্দিনের পা সংযোজনে আর্থিক সহযোগিতার প্রয়োজন বলেও গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সাংসদসহ বিভিন্ন সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।

আগের সংবাদটি পড়ুন : বিশ্ববিদ্যালয়ে এসেও যুদ্ধ শেষ হয়নি রাজিয়ার

দুপুরে দুই শিক্ষার্থীকে সহযোগিতার সময় বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, টিএসসিসি এর পরিচালক হাসিবুল আলম প্রধান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি এহসান মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সালমান শাকিল/এমএএস/এমএস

Advertisement