খেলাধুলা

চার গোলে হারের পর পাঁচ গোলের জয় চেলসির

গত ম্যাচে বোর্নমাউথের মাঠে ৪-০ ব্যবধানে হেরেছিল চেলসি। সেই রাগটা কি তারা মেটালো হাডার্সফিল্ড টাউনের উপর! শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হার্ডাসফিল্ডকে রীতিমত বিধ্বস্ত করেছে মাওরিসিও সারির দল। ম্যাচটি তারা জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

Advertisement

চেলসিতে এসেছেন মাত্র কয়েকদিন হলো। ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইয়ান। তারই মতো দুই গোল পেয়েছেন বেলজিয়ামের এডেন হ্যাজার্ড। বাকি গোলটি করেন ব্রাজিলের ডেভিড লুইস।

টানা দুই ম্যাচ হারের পর পয়েন্ট তালিকার তলানির দল পেয়ে জ্বলে উঠে চেলসি। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় দলটি। এনগোলো কান্তের পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন হিগুইয়ান।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে আসিপিলিকুয়েতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। ৬৬ মিনিটে আরও এক গোল তার। রস বার্কলির পাস ধরে ডি বক্সের মধ্যে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিক ফরোয়ার্ড।

Advertisement

এর তিন মিনিটও পেরোয়নি। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হিগুইয়ান। তার জোরালো শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। আর ম্যাচের ৮৬তম মিনিটে উইলিয়ানের কর্ণার থেকে হেডে গোল করেন লুইস।

এই জয়ে ২৫ ম্যাচে ১৫ জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১৯ জয়ে ৬১ পয়েন্ট পাওয়া লিভারপুল তালিকার এক নাম্বারে।

এমএমআর/জেআইএম

Advertisement