জাতীয়

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে রেলমন্ত্রী

নিয়মিত চেকআপ ও চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে গেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকাল ৮টা ৪৫মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় মোবাইলে মন্ত্রীর পিএস কিবরিয়া মজুমদার জানান, মন্ত্রী সকাল ১১টায় সিঙ্গাপুরে পৌঁছেছেন। আর বুধবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হবে।জানা যায়, গত ঈদুল ফিতরের দুই দিন আগে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লায় এসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য ঈদের দিন ভোরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ১৬ দিন চিকিৎসা শেষে গত ৪ আগস্ট তিনি দেশে ফিরেন। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে মন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী হনুফা আক্তার রিক্তা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও তার স্ত্রী ডা. শিরীনা আক্তার এবং মন্ত্রীর পিএস কিবরিয়া মজুমদার। চিকিৎসা শেষে আগামী ২৯ আগস্ট মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। মো. কামাল উদ্দিন/এআরএ

Advertisement