একুশে বইমেলা

মঈনুল হাসানের গল্পগ্রন্থ জলসংসার

তিন বছর ধরে নিয়মিত গল্প লিখছেন মঈনুল হাসান। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, ওয়েব ম্যাগাজিন ও বিভিন্ন ছোটকাগজে লেখালেখি করছেন। ২০১৬ সালে অনন্যা থেকে প্রকাশিত হয় তার ছোটদের কবিতাগ্রন্থ ‘ফুলকুড়ানি মেয়ে’।

Advertisement

২০১৭ সালে তার প্রথম গল্পগ্রন্থ ‘বাস্তুসাপ’ প্রকাশ করে মূর্ধন্য প্রকাশনী। ২০১৮ সালে একই প্রকাশনী থেকে বের হওয়া ‘সন্ধ্যা নামার আগে’ শিরোনামে বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।

> আরও পড়ুন- বইমেলায় মীনা গুহের ‘ছায়াপথের দিকে’

তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় আসছে তার তৃতীয় গল্পগ্রন্থ ‘জলসংসার’। বইটিতে রয়েছে জীবনমুখী ৯টি ভিন্ন স্বাদের গল্প। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশ করছে চৈতন্য। ১২০ পৃষ্ঠার মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

Advertisement

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বইটিতে মানুষের টানাপড়েন, জটিল মনস্তত্ত্ব ও জীবনের যাপনকাল বহুকৌণিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন জীবন নিয়ে হতাশা আছে, আবার তা কাটিয়ে আশায় ভেসে যাওয়ার স্রোতের দিশা আছে। তাই আখ্যানগুলো পাঠকের অন্তরে আলোড়ন তুলবে বলে মনে করি।’

এসইউ/পিআর