রাজনীতি

গণতন্ত্রের বিরুদ্ধে প্রথম সংগ্রাম করেছেন ইনু : গয়েশ্বর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Advertisement

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের জেলা প্রতিনিধি সভা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ইনু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণতন্ত্রের বিরুদ্ধে প্রথম সংগ্রাম শুরু করেছিলেন। এই ইনুকে যদি আপনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গালাগালি করার জন্য বিনা ভোটে সংসদে নিয়ে আসেন। তাহলে আপনি মনে রাখবেন, আপনার পতন অনিবার্য।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। কারণ জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে নয়। এর আগেই সরকারকে দিতে হবে। আর সেই নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।

Advertisement

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনারা ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত যেসকল হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিটি হত্যার বিচার করা হবে। আর এর জন্য আপনাদের বিচারের কাটগড়ার দাঁড় করানো হবে।   

এক এগারোর ষড়যন্ত্রকারীরা এখনো বিএনপির মধ্যে আনাগোনা করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, যে সকল বিএনপির নেতারা এক এগারোর সময় দলের মধ্যে ষড়যন্ত্র করেছিলেন তারা আজও বিএনপির ভিতর থেকেই ষড়যন্ত্র করছেন। কিন্তু আমি তাদের বলতে চাই, একবার ভুল করেছিলেন। তাই ক্ষমা করেছিলাম। কিন্তু  দ্বিতীয়বার ভুল করলে আর ক্ষমা করা হবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তৃণমূল সংগঠিত বলেই বিএনপি আজও সংগ্রাম করতে পারছে, অন্যথায় বিএনপি টিকে থাকতে পারতো না।

আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন বিএনপির সহ-সাংগঠিনক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূইয়া নান্টু প্রমুখ।এমএম/এসকেডি/আরআইপি

Advertisement