খেলাধুলা

‘জুনিয়র’ মুশফিকের প্রথম জন্মদিন উদযাপন তিন দিন আগেই

বিপিএলের ঠাসা সূচিতে ব্যস্ত ‘খেলোয়াড়’ মুশফিক, তাই বলে কি ভুলে যাবেন ‘বাবা’ মুশফিকের কর্তব্য? - খেলার মাঠে যেমন দায়িত্বশীল ও নির্ভরতার উজ্জ্বলতম উদাহরণ মুশফিক, ব্যক্তিজীবনেও মেলে সেই একই সত্তার উপস্থিতি।

Advertisement

তাই তো বিপিএল নিয়ে ব্যস্ত থাকার পরও সুযোগ বুঝে ঠিকই ধুমধাম করে নিজের একমাত্র পুত্রসন্তান শাহরুজ রহীম মায়ানের প্রথম জন্মদিন পালন করেছেন।

বিপিএলে মুশফিকুর রহীমের দল চিটাগং ভাইকিংস যে হোটেলে অবস্থান করছে, সে হোটেল সোনারগাঁতেই শনিবার রাত ৯টার দিকে মায়ানের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। বিপিএলে ব্যস্ত থাকা খেলোয়াড়রা ম্যাচ শেষে এসেও যেন জন্মদিনের অনুষ্ঠানে থাকতে পারেন, সে কথা মাথায় রেখেই লেটনাইট প্রোগ্রাম রেখেছেন মুশফিক। অনুষ্ঠান চলে রাত ১টা পর্যন্ত।

যদিও জুনিয়র মুশফিকের জন্মদিন ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ, তবু সেসময় ব্যস্ততা বেড়ে যাবে বলেই তিনদিন আগে নিজের ছেলের অগ্রীম জন্মদিন উদযাপন করছেন মুশফিকুর রহীম। পারিবারিক সূত্রে জানা গেছে জন্মদিনে দেশের বাইরে থাকবেন মুশফিকের স্ত্রী ও তার পুত্র।

Advertisement

এদিকে ছেলের জন্মদিনে ছেলের পাশে থাকার সম্ভাবনা ‘বাবা’ মুশফিকের নেই বললেই চলে। কেননা ৪ ফেব্রুয়ারি মহাগুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে মুশফিকের চিটাগং।

সেই ম্যাচে জিতলে আবার ৬ তারিখে নামতে হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। তার আগের দিন অর্থাৎ মায়ানের জন্মদিনের দিন তাই কঠোর অনুশীলনে ব্যস্ত থাকবেন ‘ক্রিকেটার’ মুশফিক।

এআরবি/এসএএস/জেডএ

Advertisement