একুশে বইমেলা

‘শোক তুমি সুখ তুমি’র প্রকাশনা উৎসব

শুদ্ধধারার সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের সংগঠন শুভজনের আয়োজনে তরুণ কবি ইসরাত মিতুর কাব্যগ্রন্থ ‘শোক তুমি সুখ তুমি’র প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গত বুধবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য কবি ড. নূহ উল আলম লেনিন।

Advertisement

উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কবি কাজী রোজী এমপি। বিশেষ অতিথি ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, কবি আসলাম সানি, হিরণ্ময় আজাদ ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আখতার উজ জামান।

> আরও পড়ুন- বইয়ের গন্ধে ম ম বাংলাবাজার!

কবি ও আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের পরিচালনায় সভাপতিত্ব করেন শুভজন সভাপতি কবি নইম হাসান। প্রথম পর্বে কবি ইসরাত মিতুর প্রথম কাব্যগ্রন্থ ‘শোক তুমি সুখ তুমি’র মোড়ক উন্মোচন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী রুবিয়া মল্লিকা।

Advertisement

ইসরাত মিতুর কাব্যগ্রন্থ থেকে কবিতাপাঠ করেন আবৃত্তিশিল্পী তরুণ রাসেল, আজহার উদ্দিন, রেহান রুবেল, কবি কাজরী তিথি জামান, নিপা চৌধুরী, নাইমুল রাজ্জাক, হিরা মনি, নুরুন নেওয়াজ রানা প্রমুখ।

এসইউ/জেআইএম