দেশজুড়ে

কক্সবাজারে ইয়াবাসহ দুই যুবক আটক

কক্সবাজারে ইয়াবাসহ দুই যুবক আটক

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি এলাকার গোলাম কবিরের ছেলে মো. জহির (২৬) ও একই এলাকার সুলতান আহমেদের ছেলে আইয়ুব আলী (৩২)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় ইয়াবা হাত বদল হচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা, মুঠোফোন ও নগদ টাকা পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ

Advertisement