তথ্যপ্রযুক্তি

রাশিয়ায় উইকিপিডিয়া বন্ধের নির্দেশ

উইকিপিডিয়া বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া। মাদক সংশ্লিষ্ট একটি পেইজ মুছে না ফেলায় সম্প্রতি দেশটির অনলাইন নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাদজর রাশিয়ান ভাষার উইকিপিডিয়া বন্ধের নির্দেশ দেয়। তবে বন্ধের নির্দেশনা দেয়ার আগেই দেশটির অনেক ইন্টারনেট ব্যবহারকারীই মাদক সংশ্লিষ্ট ওই পেইজটিতে প্রবেশ করেন।

Advertisement

রস্কোমনদজর মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, রাশিয়ান ভাষার উইকিপিডিয়ায় মাদক নিয়ে কিছু তথ্য দেয়া আছে। কর্তৃপক্ষকে বিষয়টি মুছে ফেলার কথা জানানো হলে তারা এতে অস্বীকৃতি জানায়। এ পরিপ্রেক্ষিতেই বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইন্টারনেট ব্যবহারে রাশিয়ার নিয়ন্ত্রণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।বর্তমানে দুইশ ৯১ ভাষায় উইকিপিডিয়া রয়েছে। রাশিয়ান ভাষার সংস্করণে বর্তমানে নিবন্ধের সংখ্যা দশ লাখের বেশি এবং প্রতি মাসে পেজ ভিউ প্রায় একশ কোটি।এসআইএস/পিআর

Advertisement