লাইফস্টাইল

বিফ কোপ্তা কারি তৈরির রেসিপি

পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে কোপ্তা কারি খেতে বেশ। কোপ্তা তৈরি করা যায় নানাকিছু দিয়েই। মাছের কোপ্তার পাশাপাশি মাংশের কোপ্তাও বেশ জনপ্রিয়। এটি তৈরির প্রক্রিয়াও খুব একটা কঠিন নয়। রেসিপি জানা থাকলে সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু বিফ কোপ্তা কারি। রইলো রেসিপি-

Advertisement

আরও পড়ুন: ছানার পুডিং তৈরির রেসিপি 

উপকরণ: বিফ আধা কেজিআদা-রসুন বাটা ২ টেবিল চামচটক দই ২ টেবিল চামচহলুদ-মরিচ গুঁড়া ২ টেবিল চামচপেঁয়াজ কুচি ২ টেবিল চামচভিনেগার ১ টেবিল চামচপাউরুটি টুকরা ২টিডিম ১টিতেল পরিমাণ মতোলবণ পরিমাণ মতো।

আরও পড়ুন: দুধ লাউ রান্না করবেন যেভাবে 

Advertisement

প্রণালি: বিফ ব্লেন্ড করে নিন। এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, হলুদ, মরিচ, ভিনেগার দিয়ে মেরিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে মাখিয়ে ছোট ছোট বল করে ডিমে চুবিয়ে তেলে ভেজে নিন। এরপর একটি কড়াইতে সব মসলা কষিয়ে বলগুলো দিয়ে নেড়ে পরিবেশন করুন।

এইচএন/এমকেএইচ

Advertisement