যৌথ অভিযান চালিয়ে স্পেন ও মরক্কোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১৪ সদস্যকে আটক করেছে। আটককৃতরা সিরিয়া এবং ইরাকে আইএস সদস্য নিয়োগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। মঙ্গলবার দেশ দুটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।স্পেন ও মরক্কোর কর্মকর্তারা জানান, স্পেনের মাদ্রিদের স্যান মার্টিন দে লা ভেগা জেলা ও মরক্কোর ফেজ, কাসাব্লাঙ্কা, নাদোর, আল-হোসাইমা ও দরুইচ শহর থেকে ওই ১৪ আইএস সদস্যকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আটকরা সিরিয়া ও ইরাকে আইএসে যোদ্ধা পাঠানোর নেটওয়ার্কের সঙ্গে জড়িত।এর আগে শুক্রবার ফ্রান্সের একটি দ্রুতগামী ট্রেনে মরক্কোর এক নাগরিক হামলা চালায়। আইয়ুব আল খাজ্জানি নামের ওই হামলাকারী সাত বছর ধরে স্পেনে বসবাস করছেন। স্পেন কর্তৃপক্ষ বলছে, আইয়ুব মৌলবাদী ইসলামি গোষ্ঠীর সঙ্গে জড়িত।সোমবার স্পেনের সন্ত্রাসদমনকারী একটি সূত্র দেশটির একটি বেসরকারি রেডিও স্টেশনকে জানায়, ইরাক এবং সিরিয়া থেকে আগত ৮শ` ইসলামি মৌলবাদী ইউরোপে হামলার পরিকল্পনা করেছে।এসআইএস/আরআইপি
Advertisement