রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি চলছে

গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। দল পুনর্গঠনেও নানাভাবে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে। এখনো নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করে ফেলেছে।’দল পুনর্গঠন করে বড় ধরনের সমাবেশের মাধ্যমে অগণতান্ত্রিক এ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলেও জানান বিএনপির এ নেতা।সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং নেই। তারা লুটপাটে ব্যস্ত রয়েছে। জনগণের দুর্ভোগে সরকারে জবাবদিহিতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন।’এসময় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খানসহ মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এমএম/একে/আরআইপি

Advertisement