জাতীয়

২৫ মি‌নিট মেলায় ঘুর‌লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বইমেলা ঘুরে দেখেছেন। তিনি ২৫ মি‌নিট সময় ধরে বি‌ভিন্ন স্টল ঘু‌রে ঘু‌রে দে‌খেন এবং পছ‌ন্দের কিছু বই কে‌নেন। এ সময় কিছু বই গিফট হি‌সে‌বেও পে‌য়ে‌ছেন।

Advertisement

আজ অমর একু‌শের গ্রন্থমেলা উ‌দ্বোধনী অনুষ্ঠান উপল‌ক্ষে বি‌কেল ঠিক ৩টায় অনুষ্ঠানস্থ‌লে চ‌লে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শে‌ষে মেলার উ‌দ্বোধনী ঘোষণা ক‌রে ৪টা ৩৫ মি‌নি‌টে তি‌নি মেলার বি‌ভিন্ন স্টল এবং প্যা‌ভি‌লিয়ন ঘু‌রে দে‌খেন। ‌ঠিক ৫টায় গাড়িতে উ‌ঠে মেলা প্রাঙ্গণ ত্যাগ ক‌রেন। এর আগে ৪টা ১২ মি‌নি‌টে বক্তব্য দি‌তে ও‌ঠেন প্রধানমন্ত্রী। ৪টা ৩৫ মি‌নি‌টে বক্তব্য শেষ ক‌রেন। তি‌নি ২৩ মি‌নিট বক্তব্য রা‌খেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থ‌লে পৌঁছার পরই জাতীয় সঙ্গীত প‌রি‌বেশ‌নের ম‌ধ্যদি‌য়ে অনুষ্ঠা‌নের কার্যক্রম শুরু হয়। সূচনা সঙ্গীত ‌‘আমার ভাই‌য়ের র‌ক্তে রাঙানো একু‌শে ফেব্রুয়া‌রি’ প‌রি‌বেশন করা হয়। এরপর ভাষা আন্দে‌াল‌নের শহীদ‌দের স্মরণ ক‌রে দা‌ঁড়ি‌য়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Advertisement

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ আয়োজনে সংস্কৃ‌তিকবিষয়ক মন্ত্রণাল‌য়ের প্র‌তিমন্ত্রী কে এম খা‌লিদ, কথা বল‌তে চি‌কিৎস‌কের নি‌ষেধ থাকায় ভার‌তের বি‌শিষ্ঠ ক‌বি শংকর ঘো‌ষের লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন রা‌মেন্দু মজুমদার, সাংস্কৃ‌তিক মন্ত্রণাল‌য়ের ভারপ্রাপ্ত স‌চিব ড. আবু‌ হেনা মোস্তফা কামাল, প্রকাশক‌দের প‌ক্ষে বক্তব্য রা‌খেন ফ‌রিদ অহ‌মেদ, বাংলা একা‌ডেমির মহাপ‌রিচালক ক‌বি হা‌বিবুল্লাহ সিরা‌জি প্রমুখ বক্তব্য রাখেন।

এফএইচএস/এসআর