খেলাধুলা

রোহিতের পর নেপালি সন্দ্বীপের বিশ্বরেকর্ড

আরব আমিরাত সফরটি যেনো অনন্য সব অর্জনের সফর হয়ে দাঁড়িয়েছে নেপাল ক্রিকেট দলের জন্য। ওয়ানডে সিরিজ জয়, দেশের ইতিহাসের প্রথম সেঞ্চুরি পাওয়া, বিশ্বরেকর্ড গড়ে হাফসেঞ্চুরি করার পর টি-টোয়েন্টি সিরিজেও আরেকটি বিশ্বরেকর্ডের দেখা পেল নেপাল।

Advertisement

গত শনিবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইতিহাসের কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত পাওডেল। ১৬ বছর ১৪৬ দিন বয়সে ৫৮ বলে ৫৫ রানের এক ইনিংস খেলে ভেঙেছিলেন শচিন টেন্ডুলকারের ১৬ বছর ২১৩ বয়সে করা হাফসেঞ্চুরির রেকর্ড।

এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ঠিক একই রেকর্ড গড়েছেন নেপালের আরেক তরুণ সন্দ্বীপ জরা। বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে মাত্র ১৭ বছর ১০৩ দিন বয়সে হাফসেঞ্চুরি করে ৪৬ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সন্দ্বীপ।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ফিফটির রেকর্ড রয়েছে মাত্র তিনটি। ২০১০ সালে কানাডার হিরাল প্যাটেল এবং ২০১৫ সালে আফগানিস্তানের উসমান গানির পর এই কীর্তি দেখালেন সন্দ্বীপ জরা। তার চেয়ে কম বয়সে কেউই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি করতে পারেননি।

Advertisement

এছাড়া ম্যাচটি ছিলো সন্দ্বীপের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি করা ২০তম ব্যাটসম্যান সন্দ্বীপ। এ তালিকায় রয়েছে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, গ্রায়েম স্মিথদের মতো তারকা ব্যাটসম্যানদের নাম।

তবে অপরাজিত ফিফটি করেও দলকে জেতাতে পারেননি সন্দ্বীপ। আমিরাতের করা ১৫৩ রানের জবাবে সন্দ্বীপের অপরাজিত ৫৩ রানের ইনিংসের পরেও ১৩২ রানের বেশি করতে পারেনি নেপাল। ফলে ২১ রানে হারতে হয়েছে ম্যাচটি।

এসএএস/পিআর

Advertisement