ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। শুক্রবার সকালে ব্যাংগালুরুর ইয়ামালুরে মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধবিমান মিরাজ ২০০০।
Advertisement
রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ওই দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের পর পরই বিপদ বুঝে বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন দুই পাইলট।
বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষের উপরই আছড়ে পড়েন এক পাইলট। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিরাপদ দূরত্বে নামলেও আহত হন অপর পাইলট। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনার তদন্ত চলছে।
টিটিএন/এমএস
Advertisement