রাজনীতি

বৃহস্পতিবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি।  মঙ্গলবার বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষিরত গণমাধ্যমে পাঠানো এক  বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমান দেশে নেই। ফলে সরকারের আজ্ঞাবহ পুলিশ গাড়ি পোড়ানো মামলায় কি করে তার সংশ্লিষ্টতা খুঁজে পায়? আসলে পুলিশ বাহিনী তা-ই করে যা এই সরকার চায়। চার্জশিট থেকে অবিলম্বে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রদল।এমএম/এএইচ/আরআইপি