অভিনেতা হিসেবে তিনি উপমহাদেশে তুমুল জনপ্রিয়। সুনাম আছে প্রযোজক হিসেবে। প্রেমিক হিসেবে বরাবরই তিনি সেরা বি-টাউনে। মাঝে হঠাৎ করে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন বলিউড ভাইজান সালমান খান।এবার সামনে এলো তার আরো একটি পরিচয়। সম্প্রতি তিনি তার প্রযোজিত ও নিখিল আদভানি পরিচালিত হিরো ছবির সম্পাদনার কাজ করেছেন।পরিচালক নিখিল জানান ছবিটি তৈরির আগেই আমি সালমানকে জিজ্ঞেস করেছি সে কি চায়? বলেছি সে এডিটে না বসলে ছবির কাজ শেষ করব না। তাই এক প্রকার পরিচালকের অনুরোধেই হিরো ছবির সম্পাদনায় বসেন সালমান খান। এবং ছবিটি থেকে প্রায় ৩০ মিনিটের দৃশ্য বাদ দেন তিনি। তাই ছবিটির বর্তমান দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা চল্লিশ মিনিট।প্রসঙ্গত, সালমান খানের নতুন এই ছবিটি পরিচালক সুভাষ ঘাই এর ‘হিরো’ ছবির রিমেক। সুভাষ ঘাইয়ের ছবিটিতে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ এবং মীনাক্ষী যা মুক্তি পেয়েছিলো ১৯৮৩ সালে। আর এবারে দেখা যাবে ঐতিহ্য শেট্টি ও সুরাজ পাঞ্চালীকে।আরএএইচ/এলএ/পিআর
Advertisement