তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মানবিক উৎকর্ষ সাধনের জন্য মেধার পাশাপাশি দেশপ্রেম ও মননশীলতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
Advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবি সংগঠন ‘কথক’ আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল পোয়েট সামিট ২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এ গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে দেশি-বিদেশি কবিদের উষ্ণ অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু তার বক্তৃতায় প্রায়শই কবিতার পঙক্তি উচ্চারণ করতেন, তিনি নিজেও কাব্যপ্রেমী ছিলেন।’
Advertisement
এ সময় তথ্যমন্ত্রী কবি আমিনুর রহমান সম্পাদিত ‘বিশ্বসেরা সমকালীন কবিদের কবিতা’সহ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং দেশি-বিদেশি ১৫ জন কবির হাতে কথক সম্মাননা তুলে দেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে ইরাক, উরুগুয়ে, কঙ্গো, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্যসহ স্বদেশি কবিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশের কবিদের মধ্যে আমিনুর রহমান, আসাদ চৌধুরী, হায়াত সাইফ, মুহম্মদ নূরুল হুদা ও জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএইচএস/বিএ
Advertisement