জাতীয়

‘নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক’

বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। বৈঠকের পরে এসব কথা বলেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের নির্বাচনকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে, বৃহৎ অংশে ইতিবাচক নির্বাচন হয়েছে। তবে কোথাও কোথাও কিছু সমস্যা হয়েছে।’

মোমেন বলেন, ‘আমরা জানিয়েছি যে, যারা এ ধরনের অভিযোগ করছে, তারা এ রকম তথ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলেই হবে।’

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেয়ার জন্য বলেছি। আমাদের আদালতে রায় হয়েছে সুষ্ঠু প্রক্রিয়ায়। আর এরা আত্মস্বীকৃত খুনি। ফলে তাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছি।’

মার্কিন রাষ্ট্রদূতের উত্তর জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, এ অনুরোধটি ওয়াশিংটনে জানানো হবে।’

তিনি বলেন, ‘আমাদের সুযোগ রয়েছে সম্পর্ক শক্তিশালি করার। আমরা এখন উন্নয়নশীল একটি দেশ। আমাদের এখন অনেক লক্ষ্য। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আমাদের সহযোগিতা করতে পারে।’

ড. মোমেন বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র এ বিষয়ে খুশি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের সঙ্গে ভালো সম্পর্ক। ফলে মিয়ানমারের সঙ্গে যে দেশগুলোর ভালো সম্পর্ক রয়েছে, তাদের অনুরোধ করতে যাতে তাড়াতাড়ি রোহিঙ্গারা প্রত্যাবাসিত হয় এবং এর সমাধান হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করার কথা জানিয়েছে।’

Advertisement

দুই দেশের মধ্যে কিছু ইস্যু রয়েছে, তা সৌহার্দের মাধ্যমে সমাধান করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

জেপি/এনডিএস/পিআর