বিনোদন

নয় বছর পর আবারো একসাথে

সময় মানুষকে দূরে নেয়, সময়ই ফিরিয়ে দিয়ে যায় তার প্রয়োজনে। সম্প্রতি তেমনই হলো জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন ও কণ্ঠশিল্পী সালমার বেলাতে।সেই নয় বছর আগে ‌‘আমার এক নয়ন তো দ্যাখে না রে আর এক নয়ন রে’ শিরোনামের একটি গান দিয়ে বাজিমাত করেছিলেন সে সময়ের সংগীতে নবাগতা ক্লোপআপ ওয়ান তারকা সালমা। গানটির সুর করেছিলেন শওকত আলী ইমন। লিখেছিলেন কবির বকুল। গানটি ক্লোজআপ ওয়ানের একটি রাউন্ডের জন্য করা হয়েছিল। গানটি টিভিতে প্রচারের পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়। বলা যায় এই গানটিই সালমাকে ক্লোজআপ ওয়ান হওয়ার পথে একধাপ এগিয়ে দিয়েছিল।তবে সেই গানের পর ইমনের সুরে আর কোন গানে কণ্ঠ দেওয়া হয়নি সালমার। দীর্ঘ নয় বছর পর আবারো একসাথে হলেন তারা। ইমনের সুরে ‘হায়রে পরানের বন্ধু আমার কই’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন সালমা। মজার বিষয় হলো এবারের গানটিও লিখেছেন কবির বকুল। গেল ২৪ আগস্ট ইমনের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।সালমার সাথে নতুন গানটি করে ইমন নিজের ফেসবুকে অনুভূতি শেয়ার করেছেন একটি ছবি আপলোড করে। ছবির একপাশে দেখা গেছে ২০০৬ সালে সালমার জন্য গান তৈরি করছেন ইমন। অন্যপাশে সদ্য গাওয়া গানের ব্যস্ততায় তারা দু’জন।সেখানে ইমন লিখেছেন, ‘ডান দিকের ছবিটা আমার এক নয়ন তো দ্যাখেনা রে আরেক নয়ন রে’ গানটির সৃষ্টির দিনে তোলা। যে গানটি গেয়ে ক্লোজআপ ওয়ান তারকা হয়েছিল এই সালমা। গানটি লিখেছিলেন কবির বকুল। ও তখন একদম একটা ছোট্ট বাচ্চা ছিল। এখন সে অনেক পরিণত শিল্পী। আজ (সোমবার) আমার স্টুডিওতে নয় বছর পর আবার ওর একটা গান রেকর্ডিং করলাম, সেই একই ভাবে ছবি তুললাম। পরিবর্তনটা সবার সাথে শেয়ার করব বলে। কিভাবে যে দিন কেটে যায়! দোয়া করি ও যেন আরও অনেক অনেক বড় শিল্পী হতে পারে, সেতো আমারই গর্ব।’এলএ/এএ/আরআইপি

Advertisement