আন্তর্জাতিক

‘বিনামূল্যে যৌনতার প্রতিশ্রুতি দেবেন রাহুল’

ভারতের বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে আবারো বিতর্ক শুরু হয়েছে। তবে এবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়াননি তিনি। তাকে নিয়েই একটি বিতর্কিত মন্তব্য করা হয়েছে। মন্তব্যটি করেছেন দেশটির বুদ্ধিজীবী ও সমাজকর্মী মধু কিশওয়ার।

Advertisement

কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে নিয়ে তিনি একটি টুইট করেছেন। সেখানে লিখেছেন, বছরের কয়েকটি দিনের জন্য সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষের বিনামূল্যে যৌনতার প্রতিশ্রুতি দেবেন রাহুল গান্ধী। সেই দিনের জন্য অপেক্ষা করুন।

মধু কিশওয়ারের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। টুইটার ছেয়ে গেছে নেটিজেনদের সমালোচনায়। অনেকেই তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন। টুইটারে একজন লিখেছেন, ‘আপনি নিজে কি কখনও যৌনতার জন্য টাকা দিয়েছেন?’

আরও পড়ুন : নাইকির জুতায় ফের ‘আল্লাহ’ লেখা 

Advertisement

অপর এক টুইটার ব্যবহারী লিখেছেন, ‘সেক্স তো ফ্রি-ই… আমি কখনও গার্লফ্রেন্ডকে সেক্সের জন্য টাকা দিইনি। আপনি কি আপনার স্বামীর থেকে টাকা নেন?’

Wait till Rahul Gandhi also promises free sex for every adult male for a certain number of days every year! https://t.co/5McRMIr9Fb

— MadhuPurnima Kishwar (@madhukishwar) January 29, 2019

ভারতীয় একটি দৈনিক বলছে, দেশটির বিরোধী দল কংগ্রেস দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে বিনামূল্যে চাল ও গম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিছুদিন আগে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের এক জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ন্যূনতম উপার্জনের গ্যারান্টি দেবে। দেশের সব রাজ্যের মানুষের জন্য কংগ্রেস ন্যূনতম উপার্জন নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : রাস্তায় কুকুর নিয়ে হাঁটা অনৈসলামিক 

Advertisement

তিনি বলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলেই এই প্রতিশ্রুতি পালন করা হবে। প্রত্যেক রাজ্যের গরীব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরকার সরাসরি ন্যূনতম উপার্জন দেবে। দারিদ্রকে দূর করাই কংগ্রেসের লক্ষ্য।

রাহুল আরও বলেন, আর কেউ না খেয়ে থাকবে না। দেশে কেউ গরিব থাকবে না। আমরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে এভাবে এগিয়ে যাব। দেশের অন্য রাজ্যগুলোতেও এগিয়ে যাব। প্রথমবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কিন্তু আপনাদেরও আমাদের জন্য এগিয়ে আসতে হবে। কংগ্রেস সভাপতির প্রতিশ্রুতির পরই এমন একটি বিতর্কিত মন্তব্য করেন মধু কিশওয়ার।

এসআইএস/এমকেএইচ