আন্তর্জাতিক

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু ওয়ারহেড তৈরির সিদ্ধান্ত পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা সংস্থা (এনএনএসএ) নিশ্চিত করেছে যে, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেয়ার পর তারা নতুন পরমাণু ওয়ারহেড বানানোর কাজ শুরু করেছে। খবর পার্স ট্যুডে।

Advertisement

এসব পরমাণু ওয়ারহেড যুদ্ধে ব্যবহার করা হবে। ট্রাম্পের এ সিদ্ধান্তের কারণে মার্কিন পরমাণু ক্ষেত্রে যেসব পরিবর্তন আসছে তা হচ্ছে- আগের পরমাণু নীতি পর্যালোচনা করা, সমুদ্রভিত্তিক নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও প্লুটোনিয়াম পিট উৎপাদন।

এ প্রসঙ্গে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল হাকিমের সঙ্গে মস্কোয় বুধবার এক সংবাদ সম্মেলনে লেভরভ বলেন, এসব পরমাণু অস্ত্রের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে রাশিয়া এর মধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। আমরা মনে করি আমেরিকার নিম্ন মাত্রার পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারের সিদ্ধান্ত পরমাণু যুদ্ধের আশংকা বাড়িয়ে দিচ্ছে।

এর আগে এনএনএসএ জানিয়েছে, তারা টেক্সাসের পরমাণু স্থাপনায় ডাব্লিউ৭৬-২ নামের নিম্ন মাত্রার পরমাণু ওয়ারহেড বানানোর কাজ শুরু করেছে এবং ২০১৯ অর্থ বছরের মধ্যে তা মার্কিন সামিরক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

টিটিএন/পিআর