বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই হলো গণতান্ত্রিক আন্দোলনের প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কৃষকদলের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হতে হবে মিথ্যা মামলায় কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে আনা। বেগম জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরে আনাই হলো গণতান্ত্রিক আন্দোলন। এই দুটি পদক্ষেপের মধ্য দিয়েই কেবল দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসবে।’
কৃষকদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মাঝে হতাশা যেমন আছে, তেমনি সম্ভবনার পথও আছে। হতাশা থেকেই সম্ভবনার পথ উন্মুক্ত হয়। কৃষকদল এই সুশৃঙ্খল সংগঠন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের এই ঐক্যকে আরও বেশি শক্তিশালী করতে হবে।’
Advertisement
বর্ধিত সভায় কৃষকদলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আলহাজ্ব নাজিম উদ্দীন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, জামাল হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সহ-দফতর সম্পাদক এস কে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ সেলিম হোসেন, আলিম হোসেন, বংশাল থানা কৃষকদলের সভাপতি আব্দুর রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমবিআর/জেআইএম