জাতীয়

যৌক্তিক হলে ৫৭ ধারা সংশোধন করবে সরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধনের বিষয়টি যৌক্তিক হলে সরকার তা সংশোধন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।সাংবাদিকদের অপর এক প্রশ্নে আনিসুল হক বলেন, ‘কোনো সদস্যের অপরাধের জন্য প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের বিচার হতে পারে না। র‍্যাবের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর তদন্ত-অনুসন্ধান শেষে ব্যবস্থা নেয়া হচ্ছে।’সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন, র‍্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করে র‍্যাব তাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে।প্রসঙ্গত, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭-এর ১ ও ২ ধারা বাতিলের দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

Advertisement

এসকেডি