স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ব্যাটারিতে চার্জ থাকে না। মাল্টি-টাস্কিং স্মার্টফোন, ডেটা সংযোগের কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে।একটি বিশেষ ব্যাটারি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে চীনা একটি কোম্পানি। এর মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারি মাত্র ৬ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে। ব্যাটারির চারদিকে লাগানো হয়েছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম, যা ব্যাটারির নেগেটিভ ইলেক্ট্রোডের কাজ করবে। এছাড়া লিথিয়াম ব্যাটারির তুলনায় এই ব্যাটারি চারগুণ বেশি শক্তিশালী। অ্যালুমিনিয়ামে পুরনো লিথিয়াম ব্যাটারি রেখে একটি গবেষণা করা হয়। এতে দেখা যায়, অ্যালুমিনিয়ামে উচ্চক্ষমতা সম্পন্ন পদার্থ রয়েছে।অন্যদিকে, ব্রিটেনের একটি কোম্পানি হাইড্রোজেন ব্যাটারি তৈরি করেছে। এর মাধ্যমে স্মার্টফোনে ৭ দিন পর্যন্ত ব্যাকআপ থাকবে।এসআইএস/আরআইপি
Advertisement