চাঁদপুরে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী কোহিনুর হত্যা মামলার প্রধান আসামি নয়ন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চাঁদপুর শহর লাগোয়া তরপুরচন্ডি ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার দুপুরে নয়নের অন্যতম সহযোগী ধেন্ধা রফিককে চাঁদপুর লঞ্চঘাট থেকে আটক করা হয়। এ ঘটনায় মোট দুইজনকে আটক করা হলো।মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বেগম গণমাধ্যকে জানান, টাকা পয়সা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেই কোহিনুর বেগমকে হত্যা করা হয়। নয়ন সুদের ব্যবসা করতো। তিনি কোহিনুরের কাছ থেকে বেশ কিছু টাকা নেয়। গত কয়েকমাস ধরে সুদের টাকা দিতে পারছিল না। তিনি আরো বলেন, এ নিয়ে বিরোধের জের ধরে কোহিনুরকে বাসা থেকে ডেকে নিয়ে নয়ন ও তার সহযোগীরা। এরপর তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ খাটের নিচে ফেলে রেখে পালিয়ে যায়। তবে কত টাকা নেয়া হয়েছিল সে বিষয়ে পুলিশ সুপার কিছু জানাতে পারেননি। উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নয়ন বেগম শহরের রহমতপুর আবাসিক কলোনী এলাকায় বাসা থেকে ফোন করে কোহিনুরকে ডেকে নিয়ে নিজের বাসাতেই হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যায়। কোহিনুর তিন ছেলের মা। তার স্বামী ও বড় ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। অপরদিকে, নয়ন দুই মেয়ের মা। তারা পাশাপাশি বাসায় বসবাস করতো। হত্যাকাণ্ডের পর কোহিনুরের পরনে থাকা সোনার অলঙ্কারও লুট করে নেয়া হয়। পুলিশ সেসব অলঙ্কারের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। ইকরাম চৌধুরী/এআরএ/পিআর
Advertisement