আন্তর্জাতিক

ভারতে চলতি বছরের শুরুতে সোয়াইন ফ্লুতে ১৬৯ জনের মৃত্যু

চলতি বছরের জানুয়ারিতে ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চার হাজার ৫শ ৭১ জনের রক্তে সোয়াইন ফ্লুর ভাইরাস শনাক্ত করা গেছে। বুধবার ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক পরিসংখ্যানে এমন তথ্য জানানো হয়েছে।

Advertisement

তবে সবচেয়ে খারাপ অবস্থা রাজস্থানে। ২৭ জানুয়ারি পর্যন্ত শুধু রাজস্থানেই ৭২ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সেখানে সোয়াইন ফ্লুর ভাইরাস মিলেছে আরও ১ হাজার ৮শ ৫৬ জনের রক্তে।

গুজরাটে সোয়াইন ফ্লুতে প্রাণ হারিয়েছেন ২০ জন। আক্রান্তও হয়েছেন আরও ৫৭৬ জন। এর পরেই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে এখন পর্যন্ত ৪৭৯ জনের রক্তে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গেছে। তবে সেখানে এখনও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোয়াইন ফ্লুর সংক্রমণ ঠেকাতে কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলোর সঙ্গে কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সোয়াইন ফ্লুর ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলেও জানানো হয়েছে।

Advertisement

টিটিএন/জেআইএম