খেলাধুলা

মার্চে মরক্কোর বিপক্ষেই আর্জেন্টিনার হয়ে মাঠে ফিরছেন মেসি!

বিশ্বকাপের পর আর্জেন্টিনা যতবারই মাঠে নেমেছে ততবারই জাতীয় দলে মেসির ফেরা নিয়ে গুঞ্জনের ডালাপালা মেলেছে। তবে এবার আর গুঞ্জন নয়। গেল বছরের শেষ দিকেই কোচ এবং আর্জেন্টিনার ফুটবল সভাপতির কণ্ঠে মেসিকে পাওয়ার আকুতি ছিল চোখেপড়ার মতো। তাদের সেই আকুতি মেটাতেই মার্চে মরক্কোর বিপক্ষে ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা। সেই ম্যাচেই হয়তো আলবিসেলেস্তেদের হয়ে মাঠে ফিরতে পারেন মেসি।

Advertisement

আফ্রিকান নেশন্স কাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে মরক্কো। অন্যদিকে জুনেই কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা। তাই প্রীতিম্যাচ হলেও দু’দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। মার্চের ২৬ তারিখ মরক্কোর রাবাতে প্রিন্স মৌলে আব্দাল্লাহ স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় মাঠে নামবে দু’দল।

আর্জেন্টিনার বিপক্ষে খেলে তিনদিন পরই মালাউইতে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্ব শেষ করতে যাবে মরক্কো। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে মাত্র দুবার খেলেছিল মরক্কো। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপপর্বে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে ১-৩ ব্যবধানে হেরেছিল তারা। ২০০৪ সালে আরেকবার প্রীতিম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল যেখানে। আর্জেন্টিনার কাছে ০-১ ব্যবধানে হেরেছিল তারা।

লিওনেল মেসি যদি আর্জেন্টিনার হয়ে মরক্কোতে খেলতে আসেন তাহলে ৭ মাসের ব্যবধানে দুবার খেলতে আসবেন তিনি। ২০১৮ সালের আগস্টে সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ খেলতে মরক্কোতে এসে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছিলেন মেসি।

Advertisement

আরআর/বিএ