রাজধানীর বাড্ডার বেরাইদে যে ফুটবল একাডেমি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে ১ মার্চ থেকেই শুরু হবে আবাসিক প্রশিক্ষণ। আর এ প্রশিক্ষণের জন্য ফুটবলার বাছাইয়ে নেমেও পড়েছে বাফুফে। দেশের সকল জেলা থেকে ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবান দিয়ে।
Advertisement
এ দুটি জেলায় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ বছরের ফুটবলারদের প্রাথমিক বাছাই শেষ করেছে বাফুফে। এ দুই জেলা থেকে অনূর্ধ্ব-১৫ বয়সের ৩ ও অনূর্ধ্ব-১৮ বয়সের ৮ জন প্রতিভাবান ফুটবলার বেছে নিয়েছে বাফুফে। তাদের নির্বাচন করা হয়েছে চূড়ান্ত বাছাইয়ের জন্য।
কক্সবাজার ও বান্দরবানে ট্রায়াল নেয়া হয়েছে ২৯ ও ৩০ জানুয়ারি। এভাবে পর্যায়ক্রমে সব জেলায় প্রতিভা অন্বেষণ করবে বাফুফে। জেলাগুলো থেকে প্রাথমিক বাছাই করা ফুটবলারদের একসঙ্গে চূড়ান্ত বাছাইয়ের ট্রায়াল নেবে বাফুফে। তারপর কোয়ালিটি দেখে একাডেমির জন্য খেলায়াড় নেয়া হবে।
একাডেমি কতজন খেলোয়াড় নিয়ে শুরু করবে তা নির্ধারিত নয়। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমরা যত বেশি কোয়ালিটিফুল ফুটবলার পাবো, তত বেশি সংখ্যা নিয়ে একাডেমি চালু করবো।’
Advertisement
আরআই/আইএইচএস/এমএস