রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিশু সন্তানের সামনে জেরিন আখতার (২৭) নামের এক মায়ের মুখে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্ত। ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
Advertisement
সোমবার সকালে বোরকা পরা এক দুর্বৃত্ত ওই নারীর মুখে আগুন দিয়ে পালিয়ে যায়। নগরীর উপকণ্ঠ বানেশ্বর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে জেরিন আখতারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।
জেরিন আখতার বানেশ্বর বাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড ব্যাংকের কর্মচারী মিজানুর রহমানের স্ত্রী। তিনি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।
জেরিন আখতারের স্বামী মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো শিশু সন্তানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। বানেশ্বর কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় বোরকা পরা এক ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে মুখে পেট্রল ছুড়ে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত জেরিনকে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, এ ঘটনায় এখনো থানায় অভিযোগ আসেনি। তবে আমরা বিষয়টি শুনেছি। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস