দেশজুড়ে

উল্লাপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় দোকানপাট ও খড়ের গাদায় আগুন দেয়া হয়েছে।

Advertisement

বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া বাজারে পাগলা ও কুমারগাঁতী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাগলা গ্রামের মানিক (২৫), রাসেল (২৬), শাহিন আলম (২২), হুমায়ন আহমেদ (২২), জিহাদ (১৬), অনিক (১৬), রানা (১৬), শাহিন (২২), কুমারগাঁতী গ্রামের বরাদ আলী (৪০), আলম (৩৬), সিয়াম (২০) ও গোলাম (৩৫)।

বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু জানান, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারগাঁতী ও পাগলা গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের মুরুব্বিদের হস্তক্ষেপে সংঘর্ষ নিরসন হয়। বিষয়টি নিয়ে বিকেলে শালিসি বৈঠকের কথা ছিল। বুধবার সকালে আবারও উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ১০/১২ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বলেন, সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উসকানি দিতে কয়েকটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি