রাজনীতি

প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবে বাংলাদেশ ন্যাপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল চা-চক্র ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবে।

Advertisement

বুধবার দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ ‘ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাপ।’

প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে সাড়া দেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি জাতীয় ঐক্যফ্রন্ট। তবে প্রাথমিকভাবে আমন্ত্রণে সাড়া না দেয়ায় কথাই বলছেন জোটের শরিক নেতারা।

এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সেখানে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ আমাদের নেই। নির্বাচনের আগে তো গিয়েছিলাম। তাতে কী লাভ হয়েছে? মাঝখান থেকে নির্বাচনে অংশ নিয়ে অপমানিত হয়েছি, ক্ষতিগ্রস্থ হয়েছি। যেভাবে আক্রমণের শিকার হয়েছি, তাতে জীবনটাও চলে যেতে পারত। তাছাড়া এটা তো চা-চক্রের আমন্ত্রণ। সেখানে তো আলোচনার জন্য ডাকা হয়নি। গণভবনে যাওয়ার কোনো দরকার নেই।’

Advertisement

অন্যদিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রের খবরই জানে না বলে দাবি করেছে জোটের প্রধান দল বিএনপি। এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমন্ত্রণ সম্পর্কেই আমার কিছু জানা নেই। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সুতরাং যাওয়া না যাওয়ার বিষয়ে আর কী বলব?’

একই কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি জানি না, আমার কোনো ধারণা নেই।’

কেএইচ/এসআর/আরআইপি

Advertisement