বিনোদন

আলোচনায় ঐশ্বরিয়ার জাজবার ট্রেলার (ভিডিও)

ছবির নায়িকা ঐশ্বরিয়া বলেই এত আলোচনা। অনেক প্রতীক্ষাও এই ছবির জন্য। কারণ, এ ছবির মাধ্যমেই পাঁচ বছর পর রূপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।সঞ্জয় গুপ্ত পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে অক্টোবরে। তবে তার আগে মঙ্গলবার দুপুরে প্রকাশ হলো অ্যাশের নতুন ছবি ‘জাজবা’র ট্রেলার। আর প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনায় এসেছে ভিডিওটি। ছবিতে অমিতাভের পুত্রবধুকে দেখা যাবে আইনজীবী অনুরাধা ভার্মা চরিত্রে। যার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় কুখ্যাত এক অপরাধীর চক্র। মেয়েকে ফিরিয়ে দেয়ার পরিবর্তে ওই অপরাধীকে মুক্ত করাতে ঐশ্বরিয়াকে বাধ্য করে চক্রটি।তার এই দু:সময়ে পাশে এসে দাঁড়ায় চাকরিচ্যুত এক পুলিশ কর্মকর্তা চরিত্রে ইরফান খান। ট্রেলার দেখেই আন্দাজ করা যাচ্ছে, পুরো ছবিতে বেশ উত্তাপ ছড়াবেন আন্তর্জাতিক এই অভিনেতা। ট্রেলারে আরো দেখা গেছে শাবানা আজমি ও জ্যাকি শ্রফকে। প্রসঙ্গত, সর্বশেষ ২০১০ সালে ‘গুজারিশ’-এ অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। আর জজবা দিয়ে ৯ অক্টোবর পাঁচ বছর পর প্রত্যাবর্তন হচ্ছে ৪১ বছর বয়সী এই তারকার। দেখুন ভিডিও :

Advertisement

এলএ