দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পার্বত্য খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
Advertisement
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে শিলাছড়ির দিকে যাওয়ার পথে অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার সুপার জ্যোতি চাকমার গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলার একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। লক্ষ্মীছড়িতে তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি আদালতে তাকে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত ২০১৭ সালের ১ জানুয়ারি পাঁচ রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি একটি ফাইভ স্টার পিস্তলসহ যৌথবাহিনীর হাতে আটক হন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। দীর্ঘ এক মাস কারাভোগের পর একই বছরের ১ ফেব্রুয়ারি জামিনে মুক্তি লাভ করেন তিনি।
Advertisement
এরপর উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভিন্ন উপজেলায় হত্যা মামলার ঘটনায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ইউপিডিএফ সমর্থিত উপজেলা এই চেয়ারম্যান।
মুজিবুর রহমান ভুইয়া/বিএ