ক্যাম্পাস

ডাকসু নির্বাচন : চূড়ান্ত আচরণবিধিতে যা আছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভা কক্ষে সিন্ডিকেটের এক সভায় আচরণবিধি চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Advertisement

সিন্ডিকেটের সভা শেষে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান।

চয়ড়ান্ত আচরণবিধিতে যা আছে

>> লিফলেট বা হ্যান্ডবিলে শুধু সাদাকালো ছবি ব্যবহার করা যাবে।

Advertisement

>> হলগুলো সিসিটিভির ব্যবস্থা আছে, প্রয়োজনে হল প্রাধ্যক্ষ আরও সিসিটিভির ব্যবস্থা করবেন।

>> বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখা হবে।

>> প্রচারণার সময় সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত রাখা হয়েছে।

>> সভা-সমাবেশ ও অডিটোরিয়ামে মাইকের সাহায্যে প্রচারণা চালানো যাবে।

Advertisement

>> কোনো প্রকার স্থাপনা, যানবাহন ও দেয়াল ইত্যাদিতে লিখন বা লিফলেট হ্যান্ডবিল লাগানো যাবে না।

>> সভা-সমাবেশের অনুমতি গ্রহণের সময় ৪৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা আগে নিতে হবে।

>> গঠনমূলক সমালোচনার সুযোগ সবসময় আছে, ছাত্র সংগঠনগুলোর কোনো প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হয়রানি করা হবে না।

>> ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি বসানো আছে, প্রয়োজনে আরও বসানো হবে।

>> রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

এমএইচ/জেডএ/বিএ