দেশজুড়ে

হিলিতে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলা সদরের নিশাইনদিঘা গ্রামের রাজু মিয়ার পুত্র মোঃ রাজীব (১৯), একই এলাকার রাজু করিমের ছেলে ফারুক আহম্মেদ (২৩) ও বাদল আলীর পুত্র মোঃ নাসির আলী (২২)। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব ইন্সপেক্টর দেবেন্দ্র সিং এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।

Advertisement