দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ১৫টি স্বর্ণের দোকান সিলগালা

কক্সবাজারের টেকনাফের তিনটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা অভিযান চালিয়ে এসব স্বর্ণের দোকান সিলগালা করেন।

Advertisement

নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, মোচনী এবং লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি স্বর্ণের দোকান বন্ধের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্র জানায়, কতিপয় রোহিঙ্গা মাদকের চালানের বিনিময়ে এসব স্বর্ণের দোকানে স্বর্ণের বার এনে লেনদেন করছে- এমন অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়। বিকাশ ও হুন্ডির লেনদেনের ওপর সরকারের কড়া নজরদারি থাকায় রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক মাদক ও মানব পাচারকারী সিন্ডিকেট স্বর্ণের চালান আদান-প্রদানের মাধ্যম হিসেবে এসব স্বর্ণের দোকানকে ব্যবহার করে আসছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি