গণমাধ্যম

হাসপাতালে সাংবাদিক মারধরে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজধানীর মুগদা হাসপাতালে সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Advertisement

মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. মোহাম্মদ আলী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহাদত হোসেন।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে অতর্কিতভাবে মারধর করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মনকে।

Advertisement

মঙ্গলবার বেলা ১১টায় দুদফা তাদের ওপর এ হামলা হয়। এ ঘটনায় মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এক বিবৃতিতে মুগদা হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৃষ্ট ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘হাসপাতালে এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কারও কাছেই কাম্য নয়।’

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

আরএমএম/জেএইচ/এমএস

Advertisement